আমার আন্দালুস




আজ থেকে প্রায় এক হাজার বছর আগের কথা। স্পেন তখন ছিল আন্দালুস। মুসলিম স্পেন। চারিদিকে জ্ঞান বিজ্ঞানের জয়জয়কার। বড় বড় জ্ঞানী বিজ্ঞানী লেখক কবি ইতিহাসবেত্তা আলেম উলামার ছড়াছড়ি চারিদিকে। বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার বড় বড় দালান প্রাসাদ, উন্নত সড়ক, বিশাল কারখানা, কারুকার্যখচিত মাসজিদ সব মিলিয়ে সে যেন এক স্বর্গরাজ্য। আজকের যেমন লন্ডন প্যারিস, সেই সময়কার লন্ডন প্যারিস ছিল আন্দালুসের কর্ডোভা, গ্রানাডা, আল-হামরা, সেভিল আরো কত সমৃদ্ধ সব ঝলমলে নগরী। এটা শুধু স্পেনের কথা বলছি, মুসলমানদের অন্যান্য সব সমৃদ্ধ নগরী বাগদাদ, দামেস্ক, কুফা, রাকা সেগুলোর কথা নাহয় আরেকদিন বলবো। আন্দালুসের নগরীগুলো এতো সমৃদ্ধ ছিল, ইসলাম এবং জ্ঞান বিজ্ঞানের এক অপূর্ব সমন্বয় ছিল। একটুও বাড়িয়ে বলছি না। ইতিহাসবেত্তা আল্লামা মুকরি তার বিশাল বড় এক গ্রন্থ নাফহুত তীব-এর একটা পুরো ভলিউম শুধু লিখেছেন কর্ডোভা নগরী নিয়ে, কর্ডোভার সৌন্দর্য নিয়ে।

সবচেয়ে মজার বিষয় যেটা বলবো সেটা হচ্ছে তখনকার সময়ে বই ছিল আভিজাত্যের প্রতীক। প্রতিটি ঘরে ঘরে গ্রন্থাগার গড়ে তোলার সংস্কৃতি ছিল। যাদের বইয়ের দিকে ঝোঁক ছিল না সমাজে তাদের ভালো চোখে দেখা হতো না। অভিজাত ব্যক্তিরা শুধু সৌন্দর্যের জন্য বড় গ্রন্থাগার গড়ে তুলতেন। এটা একটা ফ্যাশন হয়ে গিয়েছিল তখন। অভিজাতদের মধ্যে এক প্রকার প্রতিযোগিতা চলতো কার গ্রন্থাগার কত বড়। নানা প্রকারের জ্ঞান বিজ্ঞানের আর বিচিত্র শাস্ত্রসমূহ দিয়ে সমৃদ্ধ ছিল সবার গ্রন্থাগারগুলো, আলমারিগুলোতে সারি সারি কিতাব সাজানো থাকতো।

কারো কাছে কোনো কিতাবের দুর্লভ কপি থাকাকে সর্বাধিক উল্লেখযোগ্য বিষয় মনে করা হতো। একজন ইতিহাসবেত্তা এরুপ লিখেছেন, আন্দালুসের এমন কোনো গৃহ ছিল যেখানের উন্নতমানের গ্রন্থাগার আর কিতাব ছিল না। চিন্তা করুন প্রায় এক হাজার বছর আগের কথা বলছি। ইবনে রুশদ, যাহরাভী, কুরতুবি, ইবনে হাযমের মতন হাজার হাজার জ্ঞানী বিজ্ঞানী জন্মেছিলেন শুধু কর্ডোভা নগরীতে। ইবনে রুশদ আর সেভিলের রঈস আবু বকর একবার বিতর্ক লেগেছিলেন কোন নগরী শ্রেষ্ঠ তা নিয়ে, কর্ডোভা নাকি সেভিল। ১১০০ বছর আগের বিদ্বান খলীফা আল-হাকামের গ্রন্থাগারে ছিল চার লক্ষ বই যার তালিকা করতে ৪৪ ভলিউম ক্যাটালগ লেগেছিল। এরকম জ্ঞান বিজ্ঞানের এসব নগরীতে বিলাসোপকরণের প্রাচুর্য থাকার পরেও তাদের মধ্যে না ছিল অশ্লীলতা, অথবা অধার্মিকতা। জ্ঞান বিদ্যার প্রভাবে সকলের মাঝে আভিজাত্য শোভা পেতো। কর্ডোভার গ্রন্থগারগুলো ছিল সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী।
কেনো বিজ্ঞানের রেনেসাঁ ইউরোপে হোলো এবার বুঝতে পারছেন তো? প্রায় ৮০০ বছর মুসলিমরা শাসন করে এই স্পেন, ১৪৯২ সাল পর্যন্ত। স্পেনে মুসলিমদের পতনের পর একজন মুসলিমকেও স্পেনে অবশিষ্ট রাখে নি, সবাইকে বিতাড়িত করা হয়, যারা ছিল তাদেরকেও খ্রিস্টান ধর্মে জোর করে ধর্মান্তরিত করা হয়, তাদের মুর বলে চেনা হয়, এমনকি খ্রিস্টান হওয়ার পরেও এই মুরদের সম্মান দেয়া হতো না, তারা মনে করতো হয়তো এই মুর-রা গোপনে আল্লাহর ইবাদত করে।

মুসলিমদের পতনের পর গণহারে কুরআন আর কিতাবাদি পোড়ানো শুরু করে। এই অশিক্ষিত অর্ধশিক্ষিত খ্রিস্টানরা কুরআন আর সাধারণ জ্ঞান বিজ্ঞানের কিতাবের পার্থক্য করতে পারছিল না, কারণ সব কিতাবই আরবিতে লেখা। শেষ পর্যন্ত বাছাবাছি না করে সব কিতাব-ই নষ্ট করে দেয়া হয়।
অনেক ইতিহাস হোলো, এবার চলুন তাহলে পড়া শুরু করা যাক। কারণ... কারণ আমরা 'ইকরা'-র জাতি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যে নারী সাহাবী যোদ্ধা ছিলেন

বই রিভিউঃ নসীম হিজাযীর শেষ প্রান্তর

যুদ্ধ ও ক্ষমতার সমীকরণঃ কে বেশি শক্তিশালী